‘ভোলার সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না’
২৬ অক্টোবর ২০১৯ ১৯:০৮
ভোলা: বোরহানউদ্দিনে ঘটে যাওয়া সহিংসতায় জড়িত কাউকে ছাড়া দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
তিনি বলেন, এই সহিংসতা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শিগগিরই দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ভোলার বোরহানউদ্দিনে তার বাড়িতে সংবাদ সম্মেলন করেন আলী আজম মুকুল।
তিনি বলেন, পুরো ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কারা ছিল তাদের খুঁজে বের করা হবে। একটি তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। আগামী ২৭ অক্টোবর আরও একটি প্রতিবেদন পাওয়া যাবে।
সংবাদ সম্মেলন শেষে সহিতংসতায় নিহত শাহীন, মাহফুজ, মিজান ও মাহবুরের পরিবারকে পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।
এদিকে সহিংসতার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের কমিটি ১৫ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রতিবেদনে কী আছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগ ভোলার উপ-পরিচালক মামুদুর রহমান।
তিনি বলেন, ‘উচ্চ আদালতের বাধ্যবাধকতা’ থাকায় প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানানো যাচ্ছে না। সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে তিনি প্রতিবেদন জমা দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া ও সদর সারকেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।