Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহসানউল্লাহ ইউনিভার্সিটির সমাবর্তন স্থগিত


২৬ অক্টোবর ২০১৯ ২১:০৫

ঢাকা: আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া উপাচার্য, সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াই সমাবর্তনের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়টি।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো খালি রয়েছে। যে কারণে তাদের সমাবর্তন স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল গফুর বলেন, ‘এখন সমাবর্তনের নতুন তারিখ ঠিক করা হবে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির সনদে মূল স্বাক্ষরকারী হবেন উপাচার্য। আর সমাবর্তনেই মূল সনদ দেওয়া হয়। কিন্তু আহসানউল্লাহ ইউনিভার্সিটির শীর্ষ এই পদে চলতি দায়িত্বও কাউকে দেননি আচার্য ও রাষ্ট্রপতি। এ অবস্থায় সমাবর্তন আয়োজন করায় এই সমাবর্তনের মাধ্যমে অর্জিত সনদ প্রশ্নের মুখে পড়ে।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপ নিউজ সমাবর্তন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর