Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোতলা থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু


২৭ অক্টোবর ২০১৯ ১১:৪৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ভবনে রঙ করার সময় পড়ে দোতলা থেকে পড়ে আবুল কালাম (৬৫) এক রঙমিস্ত্রী মারা গেছে।

রোববার (২৭অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

আবুল কালামের সহকর্মী মোঃ বাবুল মিয়া জানান, তারা ৮/১০ দিন ধরে লালবাগ ফায়ার স্টেশনের ভবনে রঙের কাজ করছিলো। আজ সকালে আবুল কালাম ভবনের ২য় তলার পাশে মই বেধে রঙের কাজ করছিলো। তখন সেখান থেকে সে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কালামের বাড়ি মাদারিপুর রাজৈর উপজেলায়। তিনি মগবাজার মিরেরটেক এলাকায় থাকতেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত্যু রঙমিস্ত্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর