Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর চিঠি, ৯ নম্বর ওয়ার্ড শূন্য ঘোষণা


২৭ অক্টোবর ২০১৯ ১৪:৩৬

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন এর অধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকায় তাদের এ নোটিশ দিয়েছে ডিএসসিসি।

গত ২৩ অক্টোবর ডিএসসিসি সচিব স্বাক্ষরিত চিঠিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর চিঠি পাওয়া কাউন্সিলররা হলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাকসুদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বাসিত খান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম সজীব, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মইনুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন ছোট, ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসিম মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশিদা পারভীন মনি এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিউলি হোসেন।

সংরক্ষিত আসনে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশিদা পারভীন মনি টানা ১২ মিটিংয়ে অনুপস্থিত ছিলেন এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিউলি হোসেন অনুপস্থিত ছিলেন ৯ মিটিংয়ে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ সারাবাংলাকে জানান, আইন অনুযায়ী পর পর তিনটি বৈঠকে ওয়ার্ড কাউন্সিলরনা অনুপস্থিত থাকলে তা নিয়ম বহির্ভূত বলে গণ্য হবে। এ বিষয়ে প্রত্যেক কাউন্সিলরকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন নোটিশ করবে। কাউন্সিলরদের জবাবও খতিয়ে দেখা হবে। সেখানেও নিয়মের ব্যতয় ঘটলে স্থানীয় সরকার বিভাগ ব্যবস্থা নেবে।

৯ নম্বর ওয়ার্ড শূন্য: এদিকে ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। ডিএসসিসির উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার আইন ২০০৯ এর ১৬ ধারা অনুযায়ী ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মমিনুল হক সাঈদ। ক্যাসিনো কাণ্ডে তার সম্পৃক্ততা ও নিয়ম ভঙ্গ করায় স্থানীয় সরকার বিভাগ কাউন্সিলর সাঈদকে বরখাস্ত করে।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ ঘোষণা প্রসঙ্গে সচিব বলেন, ওই ওয়ার্ডের কমিশনার সরকারের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করেছেন। বৈঠকে নিয়মিত অনুপস্থিত থাকা ছাড়াও নানা অনিয়মের অভিযোগ ও তার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাউন্সিলর টপ নিউজ ডিএসসিসি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর