Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি পরিচালক লোকমান ও সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা


২৭ অক্টোবর ২০১৯ ১৪:৫০

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবি পরিচালক লোকমান হোনের ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে দুদকের নির্ভরশীল সূত্র সারাবাংলাকে এসব তথ্য জানান।

দুদক সূত্র জানায়, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এবং সেলিম প্রধানের (অনলাইন ক্যাসিনো সেলিমের) বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

এর আগে গত ২৩ অক্টোবর ক্যাসিনো-কাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার মধ্যে লোকমান ও সেলিমের নামও ছিলো। এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো কাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের অনুসন্ধান দল গঠন করে। পরে আরও দুজনকে দলে যুক্ত করা হয়। অনুসন্ধান দলের সদস্যরা গণমাধ্যমে আসা বিভিন্ন ব্যক্তির নাম যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করে। সংস্থার গোয়েন্দা শাখার পক্ষ থেকে এসব তথ্য যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি র‍্যাব ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানেরা দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। সেসব তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে গত সপ্তাহে জিকে শামীম ও খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এছাড়া গত বুধবার আরও দুটি মামলা হয়েছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূইয়ার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এদিকে ১৮ সেপ্টেম্বর থেকে চলছে সারা দেশে টেন্ডার, চাঁদাবাজি এবং ক্যাসিনো বিরোধী অভিযান। অভিযানে ঢাকা মহানগর যুবলীগের দুই নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীম, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন, অনলাইন ক্যাসিনোর গডফাদার সেলিম প্রধানসহ দুই শতাধিকের বেশি গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২০১ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সারাবাংলাকে বলেন, চলমান শুদ্ধি অভিযানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। এছাড়া অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কমিশন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, এর আগে ২৫ সেপ্টেম্বর বিসিবি পরিচালক লোকমান হোসেনকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। আর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে আটক করে পুলিশ।

দুদকের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর