বরিসের মুখের ভাষা সংযত করার উপদেশ আর্চবিশপের
২৭ অক্টোবর ২০১৯ ১৬:৫১
মুখে লাগাম টানতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও এমপিদের উপদেশ দিয়েছেন আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন উইলবি । রাজনীতিবিদরা তাদের বক্তব্যে ‘বিশ্বাসঘাতক’ ‘ফ্যাসিবাদী’ বা অন্যান্য যেসব শব্দ ব্যবহার করছেন তা ভয়ংকর বলেও অভিহিত করেছেন তিনি।
রোববার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
আর্চবিশপ জাস্টিন উইলবি বলেন, মুখের ভাষা সংযত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্ব রয়েছে।
ব্রেক্সিট ইস্যুতে ‘আত্মসমর্পণ’ শব্দ ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন বরিস জনসন। এছাড়া এক লেবার নেতার হত্যার ঘটনাকে ‘বানানো মিথ্যা’ অভিহিত করে সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন।
প্রধানমন্ত্রীর এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন উইলবি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য বাড়ছে ও তা রাজনীতির ক্ষেত্রে দ্বিধাবিভক্তি তৈরি করছে বলে মন্তব্য করেন আর্চবিশপ।
‘হয়ত তুমি আমার পক্ষে নয়ত তুমি শত্রু’ রাজনীতিতে এ ধরনে প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।