চট্টগ্রাম ব্যুরো: পেঁয়াজের বাজারের উত্তাপ নিয়ে কোনো সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি জানিয়েছেন, পেঁয়াজের দাম কমার জন্য আরও একমাস সময় লাগবে।
রোববার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) ষষ্ঠবারের মতো মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে।
পেঁয়াজের দাম নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধি আমাদের জন্য একট শিক্ষা। আগামীতে যাতে এই রকম না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখন খাদ্যে সারপ্লাস করছি। পেঁয়াজ নিজেরা উৎপাদন করতে পারলে ভবিষ্যৎতে এই সংকট মোকাবিলা করা যাবে।’
আগামী এক মাসের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘মিশর থেকে সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজ আসলে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায় পেঁয়াজ পাওয়া যাবে। হোপফুলি মিশরের প্রোডাক্টটা বাজারে আসলে দাম পড়ে যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্বভারতের ৫ কোটি মানুষ। এইটা করা গেলে অনেকের কর্মসংস্থান হবে। আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে। ১২০০ কিলোমিটার যেতে হয় কলকাতা বন্দরে। চট্টগ্রাম বন্দর হলে অর্ধেক পথে দাঁড়াবে।’
অনুষ্ঠানে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, পরিচালক ও মেলা কমিটির আহবায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী ও আব্দুস সালাম বক্তব্য রাখেন।