Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


২৮ অক্টোবর ২০১৯ ০১:৪৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলীতে একটি সিমেন্টের দোকানে কাজ করার সময় বস্তার নিচে চাপা পড়ে টিটু (৬০) নামের এক শ্রমিকের মৃত্য হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- গজনবী (৫০), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও বাহারুল (৪৫)। নিহত টিটুর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। থাকতো ফতুল্লায় এলাকায়।

হতাহতদের সহকর্মী শামসুল হক জানান, তারা কদমতলী মুন্সিখোলা ইউনাইটেড ব্রাদার্স নামের একটি সিমেন্টের দোকানে কাজ করে। দুপুরে সিমেন্টের বস্তা সরানোর সময় সেগুলো ওই চারজনের উপর পড়ে। এ সময় তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টায় টিটুকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য একজনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।

চাপা শ্রমিকের মৃত্যু সিমেন্টের বস্তা