Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু, এখনো পরিচয় মেলেনি


২৮ অক্টোবর ২০১৯ ১৩:৩০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর আদাবরে ট্রাক চাপায় দুইজন অজ্ঞাত মারা গেছেন। দুপুর পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (২৮ অক্টোবর) ভোরে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী ও একজন পুুরুষ  মারা যান। দুপুর পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহত নারীর বয়স অনুমানিক ২৫ বছর ও  পুরুষের বয়স ৫৫ বছর। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসআই হাবীব আরও জানান,  প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে  জেনেছি শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তার রং সাইড দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, তার ভ্যানে এক নারী ছিলেন। এসময় একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, কাঁচামাল কেনার উদ্দেশ্যে তারা বের হয়েছিল।

আদাবর টপ নিউজ ট্রাকচাপা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর