Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসায় খালেদা জিয়া সন্তুষ্ট: বিএসএমএমইউ পরিচালক


২৮ অক্টোবর ২০১৯ ১৪:৩১

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিজের চিকিৎসায় খালেদা জিয়া সন্তুষ্ট বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

বিএসএমএমইউ হাসপাতালের বি ব্লকে ডা. মিলন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক এ সব কথা বলেন।

হাসপাতালের পরিচালক বলেন, ‘খালেদা জিয়া ৭ মাস ধরে এখানে ভর্তি রয়েছেন। ওনার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। বরং কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে। আবার কিছু কিছু থেকে স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তার পরিবার সদস্য ও রাজনৈতিক দলের নেতারা যে সব বক্তব্য দিচ্ছেন, আমরা মনে করি তারা চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ না করে এ সব বক্তব্য দিচ্ছেন। তারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মনগড়া বক্তব্য দিচ্ছেন। এখানে যে চিকিৎসা চলছে তাতে ম্যাডাম (খালেদা জিয়া) সন্তুষ্ট।’

বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘খালেদা জিয়ার পছন্দের দুইজন চিকিৎসক প্রতিদিনই চিকিৎসক দলের সঙ্গে থাকেন। তাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন। এতে বোঝা যায় তিনি সন্তুষ্ট।’

‘অনেক সময় চিকিৎসক দলের চিকিৎসকরা তার (খালেদা জিয়ার) অনুমতির জন্য দীর্ঘসময় বাইরে অপেক্ষা করেন। যেদিন অনুমতি মেলে সেদিন তার চেকআপ করা হয়। কখনও কখনও চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসা দিতে হয়’ বলেন মাহবুবুল হক।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া কখনও বিদেশে নিয়ে তার চিকিৎসার দাবি করেননি। ওনার বাতের রোগ আছে। এই রোগটি দীর্ঘদিনের। বাত বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আতিকুল হক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ। তিনি একটি ভ্যাকসিন দিতে বলেছেন যাতে খালেদা জিয়া স্বাভাবিকভাবে হাঁটতে পারেন। কিন্তু ভ্যাকসিন দেওয়ার অনুমতি মিলছে না। হয়ত তিনি অনুমতি দিবেন বলে আমরা আশা করছি।’

বিজ্ঞাপন

খালেদা জিয়া পিজি হাসপাতাল বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর