Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল্প ব্যবস্থা রেখে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে মত কাদেরের


২৮ অক্টোবর ২০১৯ ১৬:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: গণপরিবহনে বিকল্প ব্যবস্থা রেখেই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জনগণ যাতে দুর্ভোগে না পড়ে, সে ব্যবস্থা রেখেই অভিযান চালাতে হবে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব গাড়ি সড়কে চলাচল করে তার বেশিররভাগেরই ফিটনেস নেই। অভিযান শুরু করলে এর এক তৃতীয়াংশই চলাচল করতে পারবে না।’

এ সময় তিনি জানান, গণপরিবহনে নুতন গাড়ি যুক্ত করার বিষয়ে এরই মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। সরকার চায় একটি শৃঙ্খল ও সংকটবিহীন গণপরিবহন ব্যবস্থা।

বিজ্ঞাপন

১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া সড়ক পরিবহন আইন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই আইনের আলোকেই বিধি তৈরি করা হবে। আগে এ সংক্রান্ত আইন না থাকায় অপরাধীদের বিরুদ্ধে জোড়ালো ব্যবস্থা নেওয়া যায়নি এতদিন। এবার আইন কার্যকর হলে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে। চাঁদাবাজিও কমে যাবে।

এদিকে ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি না দেওয়ার বিষয়ে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছে সে প্রসঙ্গে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ওবায়দুল কাদের টপ নিউজ ফিটনেসবিহীন গাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর