গণতন্ত্রায়ন সোভিয়েত ইউনিয়নকে বাঁচাতে পারতো: গর্বাচেভ
২৮ অক্টোবর ২০১৯ ১৯:৫৯
সোভিয়েত ইউনিয়নের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট মিখায়েল গর্বাচেভ বলেছেন, তিনি শেষপর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেছেন যেন সোভিয়েত রাশিয়া ভেঙ্গে না যায়। তিনি বলেছেন, তার গণতান্ত্রিক সংস্কার পরিকল্পনা যদি আমলে নেওয়া হতো তাহলে ১৯৯১ সালের পরবর্তী সময়ে সোভিয়েত রাশিয়া টিকে যেত। খবর আরটি নিউজ।
মিখায়েল গর্বাচেভের লেখা ‘হোয়াট ইজ স্টেক: দ্য ফিউচার অব দ্য গ্লোবাল ওয়ার্ল্ড’ নামে একটি বই বাজারে আসছে। এই বইয়ে তিনি লিখেছেন কিভাবে সোভিয়েত ইউনিয়নকে একক শক্তি হিসেবে টিকিয়ে রাখা যেত।
এখানে তিনি উল্লেখ করেছেন, যদি সদস্য রাষ্ট্রগুলোকে আরও স্বাধীনতা দিয়ে সোভিয়েতকে একটি ইউনিয়ন না করে ফেডারেশন করা যেত, তাহলে এর স্থায়িত্ব আরও দীর্ঘায়িত হতো।
রাশিয়ার গণমাধ্যমে ওই বইয়ের কিছু অংশ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস গণতন্ত্রয়ানের পথে রাজনৈতিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বচ্ছলতা, তাদের নিজস্ব পরিচয়, সংস্কৃতির উন্নয়নের মধ্যেই ইউনিয়নের নবায়ন নিহিত আছে। ইউনিয়নের মাধ্যমে এই লক্ষ্যে পৌছানো সম্ভব হচ্ছে না, আমাদের এগিয়ে যেতে হবে ফেডারেশনের দিকে।
প্রসঙ্গত, এই সংস্কার প্রস্তাব ১৯৯১ সালের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু ওই বছরের আগস্টে একটি ক্যু এর মাধ্যমে গর্বাচেভ ও ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতন হয়।
গণতন্ত্র পরিচয় মিখায়েল গর্বাচেভ রাশিয়া সংস্কৃতি সোভিয়েত ইউনিয়ন