Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদাদির লাশ সাগরে, আইএসের নতুন প্রধান কারদাশ


২৯ অক্টোবর ২০১৯ ১৩:৪৮

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর সাবেক প্রধান আবু বকর আল বাগদাদি উত্তর পশ্চিম সিরিয়ায় মার্কিন অভিযানের সময় আত্মহত্যা করেন। সোমবার (২৮ অক্টোবর) তার মারা যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ইসলামী রীতি অনুসারে তার দাফন সম্পন্ন করে, লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর দ্য টেলিগ্রাফ।

এর আগে, আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে আটক করার পর তাকে হত্যা করে মার্কিন বাহিনী। পরে তার লাশও সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আইএস এর নতুন প্রধান আবদুল্লাহ কারদাশ

বাগদাদির মৃত্যুর পর ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ কারদাশ।

এই ইরাকি নাগরিক মসুলের ইসলামিক সায়েন্স কলেজে পড়াশুনা করেছেন। তিনি ‘দ্য প্রফেসর’ বা ‘ডেস্ট্রোয়ার’ ছদ্মনামেও পরিচিত। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলে তিনি সেনাকর্মকর্তা হিসেবে কাজ করতেন।

২০০৩ সালে সাদ্দামের পতনের পর তাকে জেলখানায় পাঠায় মার্কিন কর্তৃপক্ষ। বারসার একটি জেলখানায় তার সাথে আল বাগদাদির প্রথম দেখা হয়। সেখান থেকেই তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। জেল থেকে বের হয়ে তিনি আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর ধর্মীয় কাউন্সিলর হিসেবে কাজ করেন। পরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী আত্মপ্রকাশ করলে তিনি এই গ্রুপে যোগ দেন।

 

 

 

অ্যাবোটাবাদ আইএস ওসামা বিন লাদেন কারদাশ টপ নিউজ বাগদাদি বাসরা মসুল

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর