Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ শূন্যপদে নিয়োগ শিগগিরই’


২৯ অক্টোবর ২০১৯ ১৪:৫৮

ঢাকা: যেসব বিশ্বদ্যালয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে, সেসব পদে নিয়োগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এসব গুরুত্বপূর্ণ শূন্যপদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এর আগে গত ২২ অক্টোবর যেসব বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি এবং ট্রেজারার নেই সেসব শূন্য পদে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইউজিসি।

চিঠিতে বলা হয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে দেশের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারের পদ শূন্য রয়েছে। ফলে এ সব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিক্ষার্থীরা।

এ পরিপপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ পদগুলো দ্রুত পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শূন্যপদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর