গরুর ঘাড়ে বোমা: মারা গেল ৩ ভারতীয় পাচারকারী
২৯ অক্টোবর ২০১৯ ১৭:১৬
ভারত-বাংলাদেশ সীমান্ত গরু পাচারের সময় চোরাচালানকারীরা তাদের সঙ্গে থাকা গরু বা পশুর ঘাড়ে দেশি বোমা বেঁধে রাখে। তেমন বোমার বিস্ফোরণে মুর্শিদাবাদ সীমান্তে তিন ভারতীয় গরু পাচারকারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ জানায়, ফারজিপাড়া গ্রাম থেকেও গবাদি পশু পাচারের জন্য কুখ্যাত। পশুর ঘাড়ে বোমা বেঁধে রাখা অনেকদিন ধরেই চলে আসছে। এ ধরনের ঘটনায় পূর্বে অনেক বিএসএফ জওয়ানেরও মৃত্যু হয়েছে। নিজেদের বোমার আঘাতেই সন্দেহভাজন ওই ৩ পশু পাচারকারী মারা যায়।
বোমা বিস্ফোরণের ঘটনায় আরও ১ জন আহত হন। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।