Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি পাঁচদিনের মধ্যে দেওয়ার নির্দেশ


২৯ অক্টোবর ২০১৯ ২১:০৭

ঢাকা: দণ্ড দেওয়ার পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ের সার্টিফায়েড কপি পাঁচদিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মন্ত্রী পরিষদ সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আবেদন থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব প্রধান কার্যালয় থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আসামি মো. মহিউদ্দিনকে ৬ মাসের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য গত ২৫ সেপ্টেম্বর মামলার সার্টিফায়েড কপি চেয়ে আবেদন করেন মো. মহিউদ্দিন। এক মাস পার হয়ে গেলেও সার্টিফায়েড কপি হাতে পাননি তিনি।

এরপর মহিউদ্দিন হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনে করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল।

ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর