Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোশধারীদের বন্দুক হামলায় ইরাকে নিহত ১৮


২৯ অক্টোবর ২০১৯ ২২:৫৩

ইরাকের কারবালায় সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে মুখোশধারী হামলাকারীরা। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য দেওয়া হয়।

চলতি মাসে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। লাগামহীন দুর্নীতি, সরকারি সেবার অপ্রতুলতা ও নাগরিক জীবনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে ইরাকের বিভিন্ন শহরে আন্দোলন হচ্ছে। আন্দোলনের বিপরীতে চলতি মাসে কারবালায় অন্তত ২৪০ জনের মৃত্যু হয়েছে।

কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মুখোশধারীরা নিরাপত্তাবাহিনীর সদস্য কি না সে বিষয়েও জানা যায়নি। তবে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ইরাকি সেনারা তাদের ঘিরে রেখেছিল, তবে হামলাকারীরা টিয়ার গ্যাস ও গুলি ছুড়তে শুরু করলে সেনারা সরে যায়।

ইরাকে আন্দোলন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর