Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসকে সিনহার দুর্নীতির মামলার প্রতিবেদন দাখিলের দিন পেছাল


৩০ অক্টোবর ২০১৯ ০০:৪৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরেন্দ্র কুমার সিনহা, ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৫ ডিসেম্বর এই প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের জন্য এ নতুন তারিখ ঠিক করেন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করার কথা উল্লেখ করা হয়েছে।

এসকে সিনহা দুদক দুর্নীতি মামলা সুরেন্দ্র কুমার সিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর