Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আজকের রাজনীতি খালি মাঠে গোল দেওয়ার মতো’


৩০ অক্টোবর ২০১৯ ০০:১৫

চট্টগ্রাম ব্যুরো: দুর্দিনে যারা দলকে সংগঠিত করেছেন, তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেছেন, ‘আজ  আমরা যারা রাজনীতি করছি, এটা অনেকটা খালি মাঠে গোল দেওয়ার মতো। একদম পুরোপুরিভাবে অনুকূল পরিবেশে রাজনীতি করছেন। কাজেই কঠিন সময়টা কী, যারা অনুকূল পরিবেশে রাজনীতি করছেন, তাদের কারও পক্ষেই বোঝা সম্ভব নয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত নেতা এম এ ওহাবের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর সহচর, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জাতীয় পরিষদ সদস্য এম এ ওহাবের মৃত্যুবার্ষিকীতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।

মেয়র বলেন, ‘কঠিন সময়ে ওহাব ভাইরা এই চট্টগ্রামে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। উনারা কঠিন সময়ে রাজনীতি করেছেন, সংগঠনকে দাঁড় করিয়েছেন। উনাদের ভিত্তির ওপর আমরা তার পরের জেনারেশন রাজনীতি করছি।’

তিনি বলেন, ‘উনারা অত্যন্ত ত্যাগী মনোভাব নিয়ে রাজনীতি করেছেন। এটাই রাজনীতির প্রকৃত শিক্ষা। সংখ্যায় অনেক অনেক গুণ এখন আমাদের বৃদ্ধি পেয়েছে, কিন্তু গুণগত মানের দিক দিয়ে রাজনীতির অবক্ষয় হয়েছে। এটি নির্দ্বিধায় স্বীকার করতেই হবে।’

‘অবক্ষয়ের কারণেই সে জায়গায় আমরা লাখ লাখ নেতাকর্মী থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর অর্জন ও সরকারের সফলতা মানুষের কাছে সেভাবে তুলে ধরতে পারছি না। না পারার কারণ হলো, আমরা যতক্ষণ পর্যন্ত সভা করি, দলের কথা ততক্ষণই মনে থাকে। তারপর আমি একজন ব্যক্তিতে পরিণত হয়ে যাই। ব্যক্তি হিসেবে আমাদের সার্বক্ষণিকভাবে চিন্তা থাকে কিভাবে নিজের ভাগ্যের পরিবর্তন করব আরও বেশি বেশি করে, এটাই থাকে মাথায়। আর উনারা সার্বক্ষণিকভাবে দলের কথা রাজনীতির কথা চিন্তা করতেন। এখানেই হলো বর্তমান রাজনীতিবিদদের সঙ্গে আমাদের পূর্বসূরীদের পার্থক্য।’

বিজ্ঞাপন

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

ফাইল ছবি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর