Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে বিমান থেকে ৬ কেজি সোনা উদ্বার


৩০ অক্টোবর ২০১৯ ১১:৩৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের (মাস্কট টু ঢাকা) সিটের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ৬ কেজি সোনার বার উদ্বার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম।

বুধবার ( ৩০ অক্টোবর) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন।

মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে শাহজালালে বিমানটি অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমানটি তল্লাশি করতে যাই। এরই মধ্যে বিমানের সকল যাত্রী নেমে যায়। এরপর বিমানের সিটের (২২ নম্বর) নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ কেজি ৮ শ গ্রাম (৫০টি) সোনার বার উদ্বার করা হয়, যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

এ ঘটনায় সাধারণত বিমান জব্দ করা হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান মো. সাজ্জাদ হোসেন।

৬ কেজি সোনা আটক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর