Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিলেও বহাল এমপি হারুনের জামিন, মুক্তিতে বাধা নেই


৩০ অক্টোবর ২০১৯ ১৩:০৬

ফাইল ছবি: হারুনুর রশীদ

ঢাকা: শুল্ক ফাঁকির মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ নো অর্ডার দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর এমপি হারুনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ অক্টোবর তাকে ছয় মাসের জামিন দেন বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ। একই বেঞ্চ তাকে দেওয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ডও স্থগিত করেন। পরে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে গত ২১ অক্টোবর কারাগারে পাঠায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।

দুদকের দায়ের করা এই মামলার তিন আসামির মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিলে তাকে আরও ছয় মাসের সাজা খাটতে হবে বলেও আদেশ দেওয়া হয়। এ মামলায় আরও দুজনকে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন-ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

মামলার অভিযোগে থেকে জানা যায়, সংসদ সদস্য থাকাকালীন শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ তেজগাঁও থানায় মামলা হয়। মামলার বাদী হলেন পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন। বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এমপি হারুন জামিন টপ নিউজ মুক্তি শুল্ক ফাঁকির মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর