Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের কারাদণ্ড


৩০ অক্টোবর ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ২১:৫৪

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি সমিরদাস সারাবাংলাকে জানান, “গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত বছরের মে মাসের ২৯ তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপি’র এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে হত্যার হুমকি, কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেন। এ ঘটনায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মহুরি আদালতে বাদি হয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। ২০১৮ সালের ৩১ মে আদালত মামলাটি সরাসরি গ্রহণ করেন এবং চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মোট ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় দেন। “

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। গিয়াস উদ্দিন বর্তমানে পলাতক আছেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর