শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ
৭ ডিসেম্বর ২০১৭ ১৬:১৩
স্টাফ করেসপন্ডেন্ট
সিলেটের শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এই ঘটনায় একজনকে আটক করেছেন তারা।
আজ সকালে এক যাত্রীর নিকট থেকে ৫১,৫৬০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন তারা। এ সময় ওই যাত্রীর কাছ থেকে ২৬৮ কার্টন সিগারেট পাওয়া যায়।
মোহাম্মদ শহিদুল আলম নামে ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজানে। তার পাসপোর্ট নাম্বার বিপি- ০৫৬৬০৭৪। শহিদুল দুবাই থেকে বিজি- ১৪৮ ফ্লাইটে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে নয়টায় অবতরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রী ২নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয় এবং পরবর্তীকালে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ২টি লাগেজ খুলে ২৫৮ কার্টনে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীকেও আটক করা হয়।
জব্দ করা পণ্যের বিষয়ে কাস্টম অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
সারাবংলা/ইউএইচ/টিএম