Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-কন্যাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড


৩০ অক্টোবর ২০১৯ ২০:০৭

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্ত্রী ও ছয় মাস বয়সী মেয়েকে হত্যার অপরাধে সিরাজুল হক আকন (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামসুল হক এ রায় ঘোষণা করেন।

সিরাজুলের বাড়ি উপজেলার উত্তর মিরুখালী গ্রামে। তার বাবা মৃত জবেদ আলী আকন। ২০০৩ সালের ৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজমা বেগম তার ছয় মাস বয়সী মেয়ে রাবেয়া আক্তার মিষ্টিকে কুপিয়ে হত্যা করেন সিরাজুল।

নাজমা উপজেলার বাদুরা গ্রামের আ. রব ফরাজীর মেয়ে। মামলার নথি থেকে জানা যায়, নাজমা বেগমের তিন কাঠা জমি বিক্রি করে বিদেশে যেতে চেয়েছিলেন সিরাজুল। জমি বিক্রি সংক্রান্ত আলাপ করতে ২০০৩ সালের ৯ নভেম্বর তিনি একই গ্রামে ভগ্নিপতি মো. আফজাল হোসেনের বাড়িতে যান। সেখানেই সিরাজুলের সঙ্গে নাজমার ঝগড়া হয়। সন্ধ্যা ৭টার দিকে নাজমা রাগ করে তার মেয়েকে কোলে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সিরাজুল তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরদিন রাস্তার পাশে থেকে নাজমা ও মিষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আ. রব ফরাজী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুপিয়ে হত্যা মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর