বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বাবার মামলায় আসামি গ্রেফতার
৩০ অক্টোবর ২০১৯ ২০:৩০
বগুড়া: বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে মো. আব্দুর রহিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার শাবরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। আব্দুর রহিমের বাড়ি বগুড়া সদর থানা এলাকায়। তার বাবার নাম মো. খাজা প্রাং।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গত ৫ অক্টোবর আব্দুর রহিম বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সেসময় শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে রহিম পালিয়ে যান।
এ ঘটনায় মো. খাজা প্রাং বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে রহিম পালিয়ে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারছিল না। গোয়েন্দা তৎপরতায় ঠিকানা বের করে আজ আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি থানা হেফাজতে রয়েছেন— বলেন রওশন আলী।