Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষক লীগ করতে হলে কৃষকের দরদ বুঝতে হবে: কৃষিমন্ত্রী


৩০ অক্টোবর ২০১৯ ২২:০৭

ঢাকা: কৃষক লীগ করতে হলে কৃষকের দরদ বুঝতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘কৃষিতে আমাদের এখনো অনেক কিছু করতে হবে। কৃষক লীগ করতে হলে কৃষকের দরদ বুঝতে হবে, কৃষিকে ভালোবাসতে হবে। কৃষকের কল্যাণে সময়োপযোগী,বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে অবিচল নিষ্ঠা ও সততার সঙ্গে নিজেকে আত্মনিয়োগ করা কৃষক লীগের নেতাকর্মীদের দায়িত্ব।’

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কৃষিমন্ত্রী এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেভাবেই হোক কৃষিতে সাফল্য আনতে হবে। কৃষির আধুনিকায়ন তথা যান্ত্রিকীকরণ, বাণ্যিজিকীকরণ এবং বাজারজাতই কৃষির উন্নয়ন অগ্রযাত্রার নিয়ামক। সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষিতে অভূতপুর্ব উন্নতি হয়েছে। অতীতের সকল রেকর্ড ভেঙে আরও উন্নতি ঘটানোর জন্য পুরোপুরি যান্ত্রিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কৃষি যেভাবে অগ্রসরমাণ তাতে আগামীতে আরও উন্নীত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের কৃষির বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতি নিঃসন্দেহে বিরাট অর্জন। বিশেষ করে একই জমিতে বছরে একাধিক ফসল চাষে বিশ্বের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। কৃষিজমির বিপরীতমুখী চাপের পরও বাংলাদেশের বর্তমান খাদ্যশস্য উৎপাদন বেড়েছে।’

মন্ত্রী বলেন, ‘উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াতে কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। সংগঠিত হয়ে থাকতে হবে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায়।’ দুর্নীতি দুর্বৃত্তায়নের পথে যারা রয়েছেন তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক সামসুল হক রেজা, কৃষক লীগের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

কৃষক লীগ কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর