Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের পণ্যমেলা শুরু হচ্ছে শুক্রবার


৩০ অক্টোবর ২০১৯ ২২:৫৬

চট্টগ্রাম ব্যুরো: নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ১৩তম ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৯। শুক্রবার (১ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠেয় মেলার উদ্বোধন করবেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা আয়োজক কমিটির চেয়ারপারসন ও উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি ডা. মুনাল মাহবুব।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার দুপুর ৩টায় মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ, দি রিপাবলিক অব ইন্দোনেশিয়ার রিনা-পি-সোমারনো, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, এশিয়ান-আরব চেম্বারের প্রেসিডেন্ট হার-রয়েল-হাইনেস প্রিন্সেস ফে, ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ড. আসিফ ইকবাল, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী মেলা পরিদর্শনের নিশ্চয়তা দিয়েছেন বাহারাইন, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিরা। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে ইন্দোনেশিয়া। মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। প্রতি সপ্তাহে প্রবেশ টিকিটের ওপর মোটরসাইকেলসহ ৫১টি পুরস্কার থাকবে। মেলার স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, ইস্পাহানী গ্রুপ, টেলিটক।

বিজ্ঞাপন

মেলা চলাকালে ১২-১৬ নভেম্বর ষষ্ঠ এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উইম্যান চেম্বারের সহসভাপতি রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, সাহেলা আবেদীনসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৯

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর