Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধাপরাধের শীর্ষ ১০ মামলার ৯ টির আপিল নিষ্পত্তি


৩১ অক্টোবর ২০১৯ ১০:২৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ নিয়ে যুদ্ধাপরাধের আট নম্বর মামলার রায় দিলেন আপিল বিভাগ। এছাড়া জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে।

বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে আজহারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে তার মৃত্যুদণ্ড আপিল বিভাগও বহাল রাখেন।

জামায়াত নেতা এটিএম অজহারের মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধাপরাধের মামলায় আপিল বিভাগ অষ্টম রায় দিলেন। এর আগের দেওয়া  সাতটি রায়ের মধ্যে ছয়টিতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, নায়েবে আমির মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর  হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিল বিভাগ।

অন্যদিকে, জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে।

আপিল বিভাগ মৃত্যুদণ্ড যুদ্ধাপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর