রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ, আহত বেলুন বিক্রেতা গ্রেফতার
৩১ অক্টোবর ২০১৯ ১১:৩১
ঢাকা: রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত বেলুন বিক্রেতা আবু সাঈদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রূপনগর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
এদিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আবু সাইদ জানায়, তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কোটালিপাড়া গ্রামে। তার বাবার নাম শামছির হক। সে মিরপুরের দুয়ারীপাড়ায় থাকতো।
সাঈদ আরও জানায়, মাত্র ১৪/১৫ দিন আগে সে এই বেলুনের ব্যবসা শুরু করে। এর আগে টেইলার্সে কাজ করত। কিন্তু সেই কাজ তার মন বসেনি। সেজন্যই এই ব্যবসা ধরেছে। ঘটনার সময় সে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার বাম হাতের কব্জি থেকে আঙ্গুল পর্যন্ত থেঁতলে যায়।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে সাঈদকে পঙ্গু হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, বুধবার বিকেল তিনটার দিকে রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে এ পর্যন্ত ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।