Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির পরিচালক হলেন জিয়া রহমান


৩১ অক্টোবর ২০১৯ ১৩:৩৬

ঢাকা: অপরাধবিজ্ঞানের প্রাচীনতম সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ বোর্ড অব ডিরেক্টরের সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তিনি এই পদে নির্বাচিত হলেন।

বুধবার (৩০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সংগঠনের আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালনা পর্ষদে অধ্যাপক জিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের আরও ১৮ জন অপরাধবিজ্ঞানী দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এদিকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. এমিলিও সি ভিয়ানো এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের অধ্যাপক ড. সুজান এডওয়ার্ড। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এই পরিচালনা পর্ষদ তাদের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ১৯৩৮ সালেই ইতালির রোমে সংগঠনটি যাত্রা শুরু করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজিই একমাত্র সংগঠন যেটি বৃহৎ পরিসরে অপরাধবিজ্ঞান ও ক্রিমিনাল জাস্টিসের পঠন-পাঠন এবং গবেষণা নিয়ে কাজ করে।

ক্রিমিনোলজি ড. জিয়া রহমান পরিচালক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর