৬ কোটি টাকা আত্মসাতে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
৩১ অক্টোবর ২০১৯ ১৬:৫২
ঢাকা: সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারের ৬ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খুলনায় দুদকের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ৯।
আসামিরা হলো- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলী, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আব্দুস সাত্তার সরকার, মো. আহসান হাবীব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার ও ইউনির্ভাসেল ট্রেড করেপোরেশনের স্বত্বাধিকারী মো. আসাদুর রহমান।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। এছাড়া সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহ না করে ভুয়া বিল দাখিল করে সরকারের ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে।