Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা


৩১ অক্টোবর ২০১৯ ১৭:৪১

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এলিফ্যান্ট রোড এলাকার মেসার্স রহমান অ্যান্ড কোম্পানির ভেরিফিকেশন সনদ গ্রহণ ছাড়া ডিপ রড ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও একই এলাকার মেসার্স মিঠু কার্পেট, মেসার্স দি রেমন্ড শপ ও মেসার্স সেন্ট মাইকেল ফেব্রিক্স এন্ড টেইলার্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন স্ট্যান্ডার্ড গজ কাঠি ব্যবহার করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. ইনজামামুল হক অভিযানে অংশ নেন।

ওজন বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর