Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির নতুন রেজিস্ট্রার এনামউজ্জামান


৩১ অক্টোবর ২০১৯ ১৮:২৫

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে মো. এনামউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই নিয়োগ দেওয়া হয়।

এর আগে, উচ্চ পর্যায়ের নির্বাচনী বোর্ড তাকে রেজিস্ট্রার পদে নিয়োগের সুপারিশ করে।

মো. এনামউজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১২ জুলাই ২০১৬ থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৮ সালে সহকারী রেজিস্ট্রার পদে যোগ দেন এবং ১৯৯৭ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি পান।

এছাড়া, ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস (সমাজকল্যাণ) ডিগ্রি অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর