Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের ডিসির বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ


৩১ অক্টোবর ২০১৯ ১৯:১৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের বিরুদ্ধে এক নারীকে নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এক স্কুল শিক্ষিকা দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নানা প্রলোভনে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়েছেন। যে কারণে তার সংসার ভেঙে গেছে। তবে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে ভুক্তভোগী ওই নারী দাবি করেন, ‘জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের জেলা প্রশাসক। ঘটনা জানাজানি করলে হত্যার হুমকিও দেওয়া হয় তাকে।’

ওই নারীর মা সীমা বেগম অভিযোগ করে বলেন, ‘বর্তমান জেলা প্রশাসক এক মুক্তিযোদ্ধার ছেলের চাকরি খেয়ে তাদের পেটে লাথি মেরছে। এক মুক্তিযোদ্ধার মেয়ের সংসার ভেঙেছে। এই বিচার দিনাজপুরবাসীর কাছে দিলাম। জেলা প্রশাসকের এক দালাল যে ভাবে হুমকি দিয়ে আসছে তাতে আমি আমার মেয়ের চাকরি নিয়েও ভয়ের মধ্যে আছি।’

বিজ্ঞাপন

তবে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মেয়ে ওই স্কুল শিক্ষিকার ভিডিও বার্তা ফেসবুকে ভাইরাল হওয়ার কয়েকদিন পর ফের তিনি আরও একটি ভিডিও দেন। সেখানে তিনি জেলা প্রশাসককে নির্দোষ দাবি করে জানান, তার স্বামী সেলিমের চাপের মুখে জেলা প্রশাসকের বিরুদ্ধে ওই ভিডিও বার্তা ফেসবুকে দিয়েছিলেন। সেখানে তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াকে দায়ী করেছেন।

দিনাজপুর শহরের ওই নারীর বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা। তিনি নিজে দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালযের শিক্ষক। তবে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ওই নারী।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করেছেন। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

জেলা প্রশাসক নারী নিপীড়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর