Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪ প্রশাসন ক্যাডারের নেতৃত্বে মোরাদ-হাসান


১ নভেম্বর ২০১৯ ১২:২২ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (৩৪তম প্রশাসন ক্যাডার) ব্যাচ নির্বাচনে সভাপতি পদে সৈয়দ মোরাদ আলী ও সম্পাদক পদে হাসান বিন আলী নির্বাচিত হয়েছেন।

অনলাইনে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। পাঁচ সদস্যের নির্বাচন কমিটি পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৭ জন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সভাপতি, সাধারণ সম্পাদক  ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) ঘোষিত নির্বাচনের অফিশিয়াল ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকার মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার সৈয়দ মোরাদ আলী।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) হাসান-বিন-মুহাম্মাদ আলী।

কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন।

৩৪তম বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর