Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ঠিকানা পরিবর্তন, চলে যাচ্ছেন ফ্লোরিডায়


১ নভেম্বর ২০১৯ ১৩:৫৬ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১৫:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্থায়ী ঠিকানায় পরিবর্তন এনেছেন। নিজেকে আজীবন নিউ ইয়র্কের অধিবাসী ঘোষণা দেওয়া ট্রাম্প,নতুন করে বসবাস শুরু করতে যাচ্ছেন ফ্লোরিডার পাম বিচে। গত মাসে প্রেসিডেন্টের দেওয়া বাসস্থান সংক্রান্ত হলফনামার বরাতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

পাম বিচের সার্কিট কোর্টের তথ্যানুসারে, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এ বছরের সেপ্টেম্বর থেকে নিজেদের স্থায়ী ঠিকানা সংশোধন করে ম্যানহাটানের স্থানে পাম বিচ ফ্লোরিডা করে দিয়েছেন।

তার প্রেক্ষিতেই প্রেসিডেন্ট তার বাসস্থান সংক্রান্ত হলফনামায় বলেছেন, পাম বিচের মার এ ল্যাংগো ক্লাব, যা ট্রাম্পের রিসোর্ট হিসেবে গণমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার ঝড় সৃষ্টি করেছে। সেখানেই স্থায়ী আবাস গড়তে যাচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার একাউন্ট থেকে সিরিজ টুইটার বার্তায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে ফ্লোরিডায় চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিউইয়র্ক নিয়ে আবেগঘন কথাবার্তাও বলেছেন।

ট্রাম্প ঠিকানা নিউইয়র্ক ফ্লোরিডা মার্কিন প্রেসিডেন্ট মেলানিয়া ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর