Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল যন্ত্রাংশ কিনতে কোটি টাকা লোপাটের অভিযোগ


১ নভেম্বর ২০১৯ ১৫:৩৮ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: ভুয়া বিল ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক তত্ত্বাবধায়কসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আরও চারজনের সহযোগিতায় ভুয়া বিল ভাউচার দিয়ে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

বাকি আসামিরা হলেন— ঢাকার পুরানা পল্টন এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার, সেগুনবাগিচার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবীব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দীন সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান।

বিজ্ঞাপন

নথি থেকে জানা যায়, সম্প্রতি পিকচার আর্কাইভিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম (পিএসিএস) নামে একটি সফটওয়্যার এবং কিছু মেডিকেল যন্ত্রাংশ কেনা হয়। হিসাব মিলিয়ে দেখা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান মামলার অন্য আসামিদের সহযোগিতায় বরাদ্দ টাকা থেকে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে দুদক খুলনা কার্যালয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর-৯।

অর্থ আত্মসাতের অভিযোগ

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর