Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া জরুরি: বাণিজ্যমন্ত্রী


১ নভেম্বর ২০১৯ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: রাজস্ব আয় বাড়াতে ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ডে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দ্রুত বে-টার্মিনাল নির্মাণ শুরুর আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ বক্তব্যের সূত্র ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, ‘আমি কিছুদিন আগে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি। তারা খুব করে চাইছে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য। তারা বলছে কলকাতা বন্দর ব্যবহার করতে হলে তাদের ১ হাজার ২০০ কিলোমিটার অতিক্রম করতে হয়। যেখানে চট্টগ্রাম বন্দর ৬০০ কিলোমিটার হয়। এটা করা জরুরি দরকার। এতে আমাদের দেশের রেভিনিও বাড়বে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে।’

বক্তব্যে মন্ত্রী বাংলাদেশে পুরুষদের চেয়ে নারীদের ঋণ পরিশোধের প্রবণতা বেশি বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ব্যাংক লোনের কথা বললে আমি শিওর ১০০ জন নারী আর ১০০ জন পুরুষ যদি লোন নেন তাহলে লোন রিকোভারির মধ্যে পুরুষরা নারীদের চেয়ে পিছিয়ে পড়বে। তাদের সততা, লোন পরিশোধের প্রবণতা সবকিছুই ভালো। এ কথা বলতে কোন দ্বিধা নাই।’

বাংলাদেশে নারীদের অগ্রগতির প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের নারীরা যেভাবে সংগঠিত হয়ে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি রাজধানীর চেয়ে তারা বেশি ভালো করবে। পোশাক শিল্প থেকে শুরু করে কোন ক্ষেত্রে নারীরা পিছিয়ে নেই। আমি মনে করি, এটা আমাদের জন্য গৌরবের। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছে এজন্য নারীদের এগিয়ে আসতে হবে। না হলে আমাদের সে লক্ষ্যে পৌঁছানো যাবে না।’

বিজ্ঞাপন

চিটাগং উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো, এশিয়ান আরব চেম্বার অব কমার্সের সভাপতি প্রিন্সেস ফে জাহান আরা, ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের সভাপতি আসিফ ইকবাল, মালয়েশিয়া ওর্য়াল্ড অব চেম্বার অব কমার্সের ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ড, দাতিন মালিগা সুব্রামানিয়াম, উইমেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লায়ন জেলা গভর্নর কামরুন মালেক, বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুনতাসা আহমেদ, আলী সাবিত ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মৃণাল মাহবুব।

চট্টগ্রাম বন্দর বাণিজ্যমন্ত্রী ভারত রাজস্ব আয়

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর