Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে শেষ হলো ঐতিহ্যবাহী সহরায় উৎসব


১ নভেম্বর ২০১৯ ২১:০২

জয়পুরহাট: জয়পুরহাটে শেষ হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী সহরায় উৎসব। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ছিল তিন দিনব্যাপী উৎসবের শেষ দিন।

এবার ৩২৬তম সহরায় উৎসবকে ঘিরে সদর উপজেলার পালী গ্রামে খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে বসে গ্রামীণ মেলা। এর আয়োজন করে বাংলাদেশ আধিবাসী সংঘ। উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা উৎসবে অংশ নিতে আসেন।

সহরায় উৎসব

পরিবেশিত হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষায় রচিত গান ও গীতিনাট্য। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক দল গান ও নাচ পরিবেশন করে। শেষ দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। জমজমাট ছিল মেলা প্রাঙ্গণও।

সহরায় উৎসব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর