Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএসসি-জেডিসি পরীক্ষায় বসছে ২৬ লাখ ক্ষুদে শিক্ষার্থী


২ নভেম্বর ২০১৯ ০৯:০১

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার (২ নভেম্বর)। সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা।

এ বছর সারাদেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষাকেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭, ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫। এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা গত বছরের চেয়ে ৪১৫টি কম।

বিজ্ঞাপন

২০১৯ সালের জেএসডি পরীক্ষায় ২ লাখ ৩৩ হাজার ৩১০ ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ পরীক্ষার্থী রয়েছে অনিয়মিত। এছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষায় সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেএসসি জেডিসি টপ নিউজ পরীক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর