Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ককটেল বোমা, নিষ্ক্রিয় করেছে পুলিশ


২ নভেম্বর ২০১৯ ০৯:২১ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ০৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি স্থানে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি ককটেল বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে একজন পুলিশ সদস্য ওই এলাকায় দায়িত্ব পালনের সময় ককটেলটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি থানায় জানালে ধানমন্ডি থাকা পুলিশ জায়গাটি ঘিরে ফেলে। বোম্ব ডিসপোজাল ইউনিটকেও খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহেল কাফি সারাবাংলাকে বলেন, ধানমন্ডিতে বোমার মতো দেখতে যে বস্তুটি দেখতে পাওয়া গিয়েছিল, সেটি একটি ককটেল। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয়ও করে দেয়।

বিজ্ঞাপন

ককটেল ধানমন্ডিতে ককটেল বোম্ব ডিসপোজাল ইউনিট

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর