চীনা নয় তারা সবাই ছিলেন ভিয়েতনামি: যুক্তরাজ্য পুলিশ
২ নভেম্বর ২০১৯ ১১:৩১
অ্যাসেক্সে একটি লরি থেকে যে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তারা সবাই ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে যুক্তরাজ্যের পুলিশ। এর আগে, ধারণা করা হয়েছিল তাদের চীন থেকে নিয়ে আসা হয়।
শনিবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। এই ঘটনায় লরিটির চালককে আটক হয়েছেন। নিহতরা মানবপাচারের শিকার।
আরও পড়ুন:- ৫ হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে যুক্তরাজ্যে মানবপাচার
অ্যাসিসটেন্ট চিফ কনস্টেবল টিম স্মিথ বলেন, এখন আমাদের বিশ্বাস তারা ভিয়েতনামের নাগরিক। আমরা ভিয়েতনামের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি।
এর আগে মৃতদেহগুলো উদ্ধারের পর ভিয়েতনামের বেশ কিছু পরিবার উদ্বেগ জানায়।
লন্ডনে ভিয়েতনামের দূতাবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক জানিয়েছে। নাম-পরিচয় শনাক্ত করতে আরও সময় লাগতে পারে।