Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাকিস্তান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুযোগসন্ধানীরা’


২ নভেম্বর ২০১৯ ১৫:১৫ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সামনে এসে দাঁড়ালে আজাদি মার্চ পালানোর পথ খুঁজে পাবে না। শনিবার (২ নভেম্বর) উর্দু ও ইংরেজি ভাষার টুইটার বার্তায় ফাওয়াদ দাবি করেন, পাকিস্তানে সরকারের বিরুদ্ধে কিছু সুযোগসন্ধানী ষড়যন্ত্র করছে। খবর জিও নিউজ।

তিনি আরও বলেন, পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতিতে তেহরিক-ই-ইনসাফ আত্ম সংবরন করছে। তাদের এই প্রচেষ্টাকে দূর্বলতা ভাবা ভুল হবে।

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়ে আজাদি মার্চে হাজারো পাকিস্তানি যোগ দিয়েছিলেন। তারা ইমরান খানের সরকারকে অবৈধ দাবি করে অবিলম্বে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহবান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আজাদি মার্চের সমালোচনা করে মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছেন, আজাদি মার্চ যারা করছেন তারা যেনো নিজ দায়িত্বে ওই কম্পাউন্ড পরিষ্কার করে যান। আজাদি মার্চের ফেলে যাওয়া ময়লা পরিষ্কার করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের লাখ লাখ রুপি বেরিয়ে যাচ্ছে।

আজাদি মার্চ ইমরান খান ইসলামাবাদ পদত্যাগ পাকিস্তান প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর