Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্ড চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২


২ নভেম্বর ২০১৯ ২০:৩৪

নোয়াখালী: মোবাইলের রিচার্জ কার্ড চুরির অভিযোগে ৫ম শ্রেণির এক ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আবদুল্যাহ চৌকিদার ও তার ছেলে ইসমাইল হোসেন মিলন। তাদের বাড়ি উপজেলার চর হাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনীপাড়ায়।

নির্যাতনের শিকার শিশুর মা সারাবাংলাকে বলেন, ধনীপাড়ায় আবদুল্যাহ চৌকিদারের একটি দোকান রয়েছে। গতকাল (শুক্রবার) বিকেলে ওই দোকান থেকে ১২০ টাকার মোবাইল কার্ড চুরি হয়ে যায়। কার্ড চুরির অভিযোগ তুলে আবদুল্যাহ ও মিলন আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের কাছ থেকে উদ্ধার করে ছেলেকে বাড়িতে নিয়ে আসি। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর