চাকরির কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ
২ নভেম্বর ২০১৯ ২৩:১৬
নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় চাকরি দেবে বলে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে রাকিব মিয়া (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রাকিবের বাড়ি উপজেলার সৃষ্টিগড় গ্রামে। তার বাবার নাম রবিউল্লাহ।
শনিবার (২ নভেম্বর) বিকেলে মেডিকেল টেস্টের জন্য ওই কলেজছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী কলেজছাত্রীর বরাদ দিয়ে পুলিশ জানায়, গতকাল (শুক্রবার) দিবাগত রাতে সৃষ্টিগড় গ্রামের হাজীবাগান এলাকায় এ ঘটনা ঘটে। রাকিবকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত একই এলাকার শহীদ মিয়ার ছেলে আরিফ (২৫) ও অজ্ঞাতনামা আরও এক যুবককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
ওই কলেজছাত্রী সারাবাংলাকে জানান, মোবাইল ফোনে আরিফের সঙ্গে তার পরিচয় হয়। একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে গতকাল বিকেলে আরিফ তাকে বাড়ি থেকে বের হতে বলেন। এরপর তাকে মাইক্রোবাসে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে একটি অপরিচিত জায়গায় নিয়ে যান। সেখানে প্রথমে তাকে মারধর করা হয়। এরপর আরিফ, রাকিব এবং অজ্ঞাতপরিচয় গাড়িচালক পালাক্রমে তাকে নির্যাতন করেন।
সকালে তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়। স্থানীয় একজনের সহায়তায় তিনি কৌশলে পালিয়ে শিবপুর মডেল থানায় যান। পুলিশ প্রথমে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়— জানান তিনি।
হাসপাতালে ওই ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, আমি এদের ফাঁসি চাই। যেন এ রকম ঘটনা আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল কবির বাশার বলেন, গতকাল বিকেলে আমাদের কাছে এক রোগী আসে। জানানো হয় যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। আমরা ভর্তি নিয়েছি। আমাদের সিস্টাররা দেখেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। কাল মেডিকেল টেস্ট করা হবে। তারপর বিস্তারিত জানানো যাবে।