ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে একদিন বয়সী নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সকালে কয়েকজন লোক জরুরি বিভাগের এর বিপরীত পাশে সরকারি অ্যাম্বুলেন্স রাখার স্থানে মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ বক্সে খবর দিলে পুলিশ এনে মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
বাচ্চু মিয়া আরও জানান, নবজাতকটি মেয়ে। তার শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালেই শিশুটির জন্ম হয়েছে। শিশুটির মৃত্যু হওয়ায় স্বজনরা নবজাতককে এখানে ফেলে যান। বিষয়টি শাহবাগ থানায় অবহিত করা হয়েছে।