জামিনের জন্য শ্রম আদালতে ড. ইউনূস
৩ নভেম্বর ২০১৯ ১২:১৪
ঢাকা: ট্রেড ইউনিয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জামিনের জন্য শ্রম আদালতে হাজির হয়েছেন।
রোববার (৩ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি এজলাসে প্রবেশ করেন। ১২টা থেকে আদালতের কার্যক্রম শুরু হয়।
এর আগে ড. মুহাম্মদ ইউনুসকে ৭ নভেম্বর পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেয় হাইকোর্ট। বলা হয়, এ সময়ের মধ্যে সুবিধাজনক সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে।
ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করার অনুমতি না দেওয়ার অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।
ওই মামলার শুনানি নিয়ে গত ১০ জুলাই ঢাকার আদালত প্রথমে সমন জারি করেন। এরপর ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসকে সংশ্লিষ্ট আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু আট অক্টোবর পূজার বন্ধ থাকায় ৯ অক্টোবর বুধবার মামলাটির শুনানি হয়।
শুনানি শেষে দুইজনের জামিন মঞ্জুর করলেও ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে জানা যায়, প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে গ্রামীণ কমিউনিকেশনসের তিন কর্মচারী এমরানুল হক, শাহ্ আলম ও আব্দুস সালাম গত ৩ জুলাই ড. ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।