Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে ঢাকার ২ সিটি করপোরেশনের নির্বাচন


৩ নভেম্বর ২০১৯ ১৬:২৪

ঢাকা: আগামি জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। রোববার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের ৫৩তম সভা শেষে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর প্রথম সভা বসেছিল সে বছরের ১৪ মে। সে হিসাবে ১৩ মে ২০২০ চলতি মেয়াদ শেষ হবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। প্রথম সভা বসেছিল ১৭ মে। সে হিসাবে মেয়াদ শেষ হবে ১৬ মে ২০২০ সালে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘আমাদের নির্বাচনি আইন অনুযায়ী ১৮০ দিন পূর্বে যেকোনো সময় নির্বাচন করতে হবে। সে হিসাবে ১৫ নভেম্বর ২০১৯ থেকে ১৩ মে ২০২০ সালের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।’

ইসি সচিব আরও বলেন, ‘যেহেতু ১৮০ দিনের আগে নির্বাচন করা যাবে না, সেজন্য আজ রোববার ইসির কমিশন সভায় শিডিউলের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন কোন মাসে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরে জেডিসি ও পিএসসি পরীক্ষা থাকে, তাই ডিসেম্বরে নির্বাচন করা হবে না। একইভাবে ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে। তাই জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।’

একই দিনে একসঙ্গে ভোট হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এবং বর্তমান যে ভোটার তালিকা সে অনুযায়ী ভোট হবে। ১৫ নভেম্বরের পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির মধ্য থেকে শেষের দিকে ভোট হতে পারে।’

বিজ্ঞাপন

এছাড়া তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল এবং প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ৬ আগস্ট। সে হিসাবে মেয়াদ শেষ হবে ৫ আগস্ট ২০২০ সালে। ৭ ফেব্রুয়ারি ২০২০ থেকে ৫ আগস্ট ২০২০ এর মধ্যে নির্বাচন করতে হবে। সেখানে আমাদের হাতে অনেক সময় আছে। তাই এই মহূর্তে চট্টগ্রাম সিটির ভোটের কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি পরে হবে, ভোটার তালিকা আইন অনুযায়ী জানুয়ারিতে নতুন ভোটারদের ভোটার হওয়ার সুযোগ থাকে। সেখানে যখন নির্বাচন ফেব্রুয়ারি বা তারপরে হবে তাই সেখানে নতুন ভোটারসহই ভোট হবে।’

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভোটের জন্য চিঠি দিয়েছে উল্লেখ করে মো. আলমগীর বলেন, ‘সিটি করপোরেশগুলোতে প্রথম সভা কবে হয়েছে, নির্বাচন কবে হয়েছে সেগুলো জানিয়েছে। তবে কমিশন যেদিন সিদ্ধান্ত নেবে সেদিনই ভোট হবে।’

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর