Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের কল্যাণে করপোরেট হাউসগুলোর বরাদ্দ রাখা উচিৎ: মেয়র নাছির


৩ নভেম্বর ২০১৯ ১৮:২২

চট্টগ্রাম ব্যুরো: শিশুদের উন্নয়নে বেসরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবান এবং করপোরেট হাউসগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৩ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের মমতা প্রকল্প এবং জেলা পর্যায়ে ইসিডি নেটওয়ার্ক (ডেন) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। শিশুর প্রাক-শৈশবকালীন যত্ন ও উন্নয়ন নিয়ে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মশালা হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘শিশুদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সরকার প্রাথমিক স্তরে টিফিন দিচ্ছে।শিশুর প্রাক-শৈশবকালীন বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিত্তবান শ্রেণি, করপোরেট হাউসগুলোকেও এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম নগরীতে প্রায় ১৪ লাখ ৪০ হাজার বস্তিবাসী আছেন। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। তবে করপোরেট হাউসগুলোরও শিশুদের উন্নয়নে এগিয়ে আসা এখন সময়ের দাবি। প্রত্যেক করপোরেট হাউসের শিশুদের কল্যাণে বরাদ্দ রাখা উচিৎ।’

কর্মশালায় সভাপতিত্ব করেন- কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহিনুর রহমান, ইনিস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্সের প্রভাষক জেরিন আকতার, ইলমা’র নির্বাহী প্রধান জেসমিন সুলতানা পারু।

এসময় কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রধান পৃষ্ঠপোষক আর্চবিশপ মজেস কস্তা, প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সুলতান মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম, কাউন্সিলর ফারজানা পারভীনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

করপোরেট মেয়র নাছির শিশুদের কল্যাণ

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর