Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১


৩ নভেম্বর ২০১৯ ২০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে রাফি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার অনন্তবালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতনের শিকার নারীর বাড়ি উপজেলার পলাশবাড়ী গ্রামে। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, স্বামী যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে রাফি ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। শুক্রবার সকালে ওই নারী বিয়ের প্রস্তাব নিয়ে গেলে রাফি তা প্রত্যাখান করেন। রাফি বাড়ি থেকে চলে যেতে বললেও তিনি বসে থাকেন। সে সময় রাফি ও তার সহযোগীরা ওই নারীকে একটি কপি ক্ষেতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানার পরে থানায় খবর দেন। পুলিশ ওই নারীকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নির্যাতনের শিকার নারী রাফির বিরুদ্ধে অভিযোগ করতে রাজি হননি। আজ (রোববার) তার ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর